chhayanot

সবারে করি আহ্বান-রবীন্দ্রসংগীত(আনুষ্ঠানিক পর্যায়,২/২ ছন্দ,স্বরবিতান-৫৫)

সবারে করি আহ্বান— এসো উৎসুকচিত্ত , এসো আনন্দিত প্রাণ ।। হৃদয় দেহো পাতি, হেথাকার দিবারাতি করুক নবজীবনদান ।। আকাশে আকাশে বনে বনে তোমাদের মনে মনে বিছায়ে বিছায়ে দিবে গান । সুন্দরের পাদপীঠতলে যেখানে কল্যাণদীপ জ্বলে সেথা পাবে স্থান ।।

আজ ধানের ক্ষেতে-রবীন্দ্রসংগীত(প্রকৃতি পর্যায়,কাহার্বা,স্বর-৫০)

আজ ধানের ক্ষেতে রৌদ্রছায়ায় লুকোচুরি খেলা রে ভাই– লুকোচুরি খেলা । নীল আকাশে কে ভাসালে সাদা মেঘের ভেলা রে ভাই– লুকোচুরি খেলা ।। আজ ভ্রমর ভোলে মধু খেতে—উড়ে বেড়ায় আলোয় মেতে, আজ কিসের তরে নদীর চরে চখা-চখীর মেলা । নীল আকাশে কে ভাসালে সাদা মেঘের ভেলা রে ভাই– লুকোচুরি খেলা ।। ওরে , যাব না …

আজ ধানের ক্ষেতে-রবীন্দ্রসংগীত(প্রকৃতি পর্যায়,কাহার্বা,স্বর-৫০) Read More »

মম চিত্তে নিতি নৃত্যে-রবীন্দ্রসংগীত (বিচিত্রপর্যায়,দাদরা,স্বর-৪২)

মম চিত্তে নিতি নৃত্যে কে যে নাচে তাতা থৈথৈ, তাতা থৈথৈ, তাতা থৈথৈ । তারি সঙ্গে কী মৃদঙ্গে সদা বাজে তাতা থৈথৈ , তাতা থৈথৈ, তাতা থৈথৈ ।। হাসি কান্না হীরাপান্না দোলে ভালে, কাঁপে ছন্দে ভালো মন্দ তালে তালে নাচে জন্ম, নাচে মৃত্যু পাছে পাছে তাতা থৈথৈ , তাতা থৈথৈ, তাতা থৈথৈ । কী আনন্দ, …

মম চিত্তে নিতি নৃত্যে-রবীন্দ্রসংগীত (বিচিত্রপর্যায়,দাদরা,স্বর-৪২) Read More »

আমার প্রাণের মানুষ-রবীন্দ্রসংগীত ( পূজা পর্যায়,দাদরা,স্বর-৪২)

আমার প্রাণের মানুষ আছে প্রাণে, তাই হেরি তায় সকল খানে ।। আছে সে নয়নতারায় আলোক-ধারায়, তাই না হারায়— ওগো তাই দেখি তায় যেথায় সেথায় তাকাই আমি যে দিক-পানে ।। আমি তার মুখের কথা শুনব ব’লে গেলাম কোথা , শোনা হল না, হল না– আজ ফিরে এসে নিজের দেশে এই-যে শুনি শুনি তাহার বাণী আপন গানে …

আমার প্রাণের মানুষ-রবীন্দ্রসংগীত ( পূজা পর্যায়,দাদরা,স্বর-৪২) Read More »

ভোর হল বিভাবরী-রবীন্দ্রসংগীত (পূজা পর্যায়,কাহার্বা তাল,স্বরবিতান-৪২ )

ভোর হল বিভাবরী,পথ হল অবসান— শুন ওই লোকে লোকে উঠে আলোকেরই গান ।। ধন্য হলি ওরে পান্থ রজনীজাগরক্লান্ত, ধন্য হল মরি মরি ধুলায় ধূসর প্রাণ ।। বনের কোলের কাছে সমীরণ জাগিয়াছে, মধুভিক্ষু সারে সারে আগত কুঞ্জের দ্বারে । হল তব যাত্রা সারা, মোছো মোছো অশ্রুধারা— লজ্জা ভয় গেল ঝরি ,ঘুচিল রে অভিমান ।।

সুন্দর বটে তব অঙ্গদখানি-রবীন্দ্রসংগীত (পূজা পর্যায়,কাহার্বা তাল,স্বরবিতান-৪২)

সুন্দর বটে তব অঙ্গদখানি তারায় তারায় খচিত— স্বর্ণে রত্নে শোভন লোভন জানি, বর্ণে বর্ণে রচিত ।। খড়গ তোমার আরো মনোহর লাগে বাঁকা বিদ্যুতে আঁকা সে গরুরের পাখা রক্ত রবির রাগে যেন গো অস্ত-আকাশে ।। জীবনশেষের শেষজাগরণসম ঝলসিছে মহাবেদনা— নিমেষে দহিয়া যাহা-কিছু আছে মম তীব্র ভীষণ চেতনা । সুন্দর বটে তব অঙ্গদখানি তারায় তারায় খচিত— খড়গ …

সুন্দর বটে তব অঙ্গদখানি-রবীন্দ্রসংগীত (পূজা পর্যায়,কাহার্বা তাল,স্বরবিতান-৪২) Read More »

প্রভু ,বলো বলো কবে-রবীন্দ্রসংগীত (পূজা পর্যায়,দাদরা তাল,স্বরবিতান-৪২)

প্রভু,বলো বলো কবে তোমার পথের ধুলার রঙে রঙে আঁচল রঙিন হবে ।। তোমার বনের রাঙা ধুলি ফুটায় পূজার কুসুমগুলি, সেই ধূলি হায় কখন আমায় আপন করি লবে ? প্রণাম দিতে চরণতলে ধুলার কাঙাল যাত্রীদলে চলে যারা, আপন ব’লে চিনবে আমায় সবে ।।

শিউলি ফুল শিউলি ফুল-রবীন্দ্রসংগীত (প্রকৃতি পর্যায়,দাদরা তাল,স্বরবিতান-৩ )

শিউলি ফুল,শিউলি ফুল, কেমন ভুল, এমন ভুল ।। রাতের বায় কোন্ মায়ায় আনিল হায় বনছায়ায়, ভোরবেলায় বারে বারেই ফিরিবারে হলি ব্যাকুল ।। কেন রে তুই উন্মনা ! নয়নে তোর হিমকণা । কোন্ ভাষায় চাস বিদায় , গন্ধ তোর কী জানায়— সঙ্গে হায় পলে পলেই দলে দলে যায় বকুল ।।

ক্ষত যত ক্ষতি যত-রবীন্দ্রসংগীত (পূজা পর্যায়,কাহার্বা তাল,স্বরবিতান-৩)

ক্ষত যত ক্ষতি যত মিছে হতে মিছে, নিমেষের কুশাঙ্কুর পড়ে রবে নীচে ।। কী হল না, কী পেলে না, কে তব শোধে নি দেনা সে সকলই মরীচিকা মিলাইবে পিছে ।। এই-যে হেরিলে চোখে অপরুপ ছবি অরুণ গগনতলে প্রভাতের রবি— এই তো পরম দান সফল করিল প্রাণ, সত্যের আনন্দরূপ এই তো জাগিছে ।।

সেই ভালো সেই ভালো-রবীন্দ্রসংগীত (প্রেম-পর্যায়,দাদরা তাল,স্বরবিতান-৩ )

সেই ভালো সেই ভলো, আমারে নাহয় না জানো । দূরে গিয়ে নয় দুঃখ দেবে, কাছে কেন লাজে লাজানো ।। মোর বসন্তে লেগেছে তো সুর, বেণুবনছায়া হয়েছে মধুর– থাক্ না এমনি গন্ধে-বিধুর, মিলনকুঞ্জ সাজানো ।। গোপনে দেখেছি তোমার ব্যাকুল নয়নে ভাবের খেলা । উতল আঁচল, এলোথেলো চুল, দেখেছি ঝড়ের বেলা । তোমাতে আমাতে হয়নি যে কথা …

সেই ভালো সেই ভালো-রবীন্দ্রসংগীত (প্রেম-পর্যায়,দাদরা তাল,স্বরবিতান-৩ ) Read More »