chhayanot

তিমিরদুয়ার খোলো-রবীন্দ্রসংগীত (স্বদেশ,ত্রিতাল,মিশ্র রামকেলী,স্বর-৩৬)

তিমিরদুয়ার খোলো—এসো, এসো নীরবচরণে । জননী আমার, দাঁড়াও এই নবীন অরুণকিরণে ।। পুণ্যপরশপুলকে সব আলস যাক দূরে । গগনে বাজুক বীণা জগত-জাগানো সুরে । জননী, জীবন জুড়াও তব প্রসাদসুধাসমীরণে । জননী আমার, দাঁড়াও মম জ্যোতিবিভাসিত নয়নেে ।।

তিমির বিভাবরী-রবীন্দ্রসংগীত (প্রেম,ত্রিতাল,বেহাগ,স্বর-৩৬)

তিমির বিভাবরী কাটে কেমনে জীর্ণ ভবনে , শূন্য জীবনে— হৃদয় শুকাইল প্রেম বিহনে ।। গহন আঁধার কবে পুলকে পূ্র্ণ হবে ওহে আনন্দময় , তোমার বীণারবে— পশিবে পরানে তব সুগন্ধ বসন্তপবনে ।।

যদি আমায় তুমি বাঁচাও-রবীন্দ্রসংগীত (পূজা,দাদরা,মিশ্র রামকেলী,স্বর-৩৬)

যদি আমায় তুমি বাঁচাও,তবে তোমার নিখিল ভুবন ধন্য হবে ।। যদি আমার মনের মলিন কালী ঘুচাও পুণ্যসলিল ঢালি তোমার চন্দ্র সূর্য নূতন আলোয় জাগবে জ্যোতির মহোৎসবে ।। আজও ফোটে নি মোর শোভার কুঁড়ি, তারি বিষাদ আছে জগৎ জুড়ি । যদি নিশার তিমির গিয়ে টুটে আমার হৃদয় জেগে উঠে, তবে মুখর হবে সকল আকাশ আনন্দময় গানের …

যদি আমায় তুমি বাঁচাও-রবীন্দ্রসংগীত (পূজা,দাদরা,মিশ্র রামকেলী,স্বর-৩৬) Read More »

জাগ’ জাগ’রে-রবীন্দ্রসংগীত(পূজা,তেওড়া,দেশ,স্বর-৩৬)

জাগ’ জাগ’ রে জাগ’ সঙ্গীত—চিত্ত-অম্বর কর’ তরঙ্গিত নিবিড়নন্দিত প্রেমকম্পিত হৃদয়কুঞ্জবিতানে ।। মুক্তবন্ধন সপ্তসুর তব করুক বিশ্ববিহার, সূর্যশশিনক্ষত্রলোকে করুক হর্ষ প্রচার । তানে তানে প্রাণে প্রাণে গাঁথ ‘ নন্দনহার । পূর্ণ কর’ রে গগন-অঙ্গন তাঁর বন্দনগানে ।।

জয় তব বিচিত্র-রবীন্দ্রসংগীত (পূজা,তেওড়া,বৃন্দাবনী সারঙ্গ,স্বর-৩৬

জয় তব বিচিত্র আনন্দ, হে কবি, জয় তোমার করুণা । জয় তব ভীষণ সব-কলুষ-নাশন রুদ্রতা । জয় অমৃত তব, জয় মৃত্যু তব, জয় শোক তব, জয় সান্ত্বনা ।। জয় পূর্ণজাগ্রত জ্যোতি তব, জয় তিমিরনিবিড় নিশীথিনী ভয়দায়িনী । জয় প্রেমমধুময় মিলন তব, জয় অসহ বিচ্ছেদবেদনা ।।

ঘোর দুঃখে জাগিনু-রবীন্দ্রসংগীত (পূজা,ত্রিতাল,বিভাস,স্বর-৩৬)

ঘোর দুঃখে জাগিনু, ঘনঘোরা যামিনী একেলা হায় রে — তোমার আশা হারায়ে ।। ভোর হল নিশা, জাগে দশ দিশা— আছি দ্বারে দাঁড়ায়ে উদয়পথপানে দুই বাহু বাড়ায়ে ।।।

আজি কমলমুকুলদল-রবীন্দ্রসংগীত (বিচিত্র,ত্রিতাল,মিশ্র বাহার,স্বর-৩৬ )

আজি কমলমুকুলদল খুলিল, দুলিল রে দুলিল— মানসসরসে রসপুলকে পলকে পলকে ঢেউ তুলিল ।। গগন মগন হল গন্ধে, সমীরণ মুর্ছে আনন্দে, গুন্গুন্ গুঞ্জনছন্দে মধুকর ঘিরি ঘিরি বন্দে— নিখিলভুবনমন ভুলিল— মন ভুলিল রে মন ভুলিল ।।

আজ নাহি নাহি-রবীন্দ্রসংগীত (পূজা,ত্রিতাল,মিশ্র সিন্ধু,স্বর-৩৬)

আজ নাহি নাহি নিদ্রা আঁখিপাতে । তোমার ভবনতলে হেরি প্রদীপ জ্বলে, দূরে বাহিরে তিমিরে আমি জাগি জোড়হাতে ।। ক্রন্দন ধ্বনিছে পথহারা পবনে, রজনী মূর্ছাগত বিদ্যুতঘাতে । দ্বার খোলো হে দ্বার খোলো— প্রভু, করো দয়া, দেহো দেখা দুখরাতে ।।

কী সুর বাজে-রবীন্দ্রসংগীত (পূজা,কাওয়ালি,পিলু বারোয়াঁ,স্বর-৩৬ )

কী সুর বাজে আমার প্রাণে আমিই জানি, মনই জানে ।। কিসের লাগি সদাই জাগি, কাহার কাছে কী ধন মাগি— তাকাই কেন পথের পানে ।। দ্বারের পাশে প্রভাত আসে, সন্ধ্যা নামে বনের বাসে । সকাল-সাঁঝে বাঁশি বাজে, বিকল করে সকল কাজে— বাজায় কে যে কিসের তানে ।।