তিমিরদুয়ার খোলো—এসো, এসো নীরবচরণে ।
জননী আমার, দাঁড়াও এই নবীন অরুণকিরণে ।।
পুণ্যপরশপুলকে সব...
তিমির বিভাবরী কাটে কেমনে
জীর্ণ ভবনে , শূন্য জীবনে—
হৃদয় শুকাইল প্রেম বিহনে ।।
গহন আঁধার কবে...
যদি আমায় তুমি বাঁচাও,তবে
তোমার নিখিল ভুবন ধন্য হবে ।।
যদি আমার মনের মলিন কালী...
জাগ’ জাগ’ রে জাগ’ সঙ্গীত—চিত্ত-অম্বর কর’ তরঙ্গিত
নিবিড়নন্দিত প্রেমকম্পিত...
জয় তব বিচিত্র আনন্দ, হে কবি,
জয় তোমার করুণা ।
জয় তব ভীষণ সব-কলুষ-নাশন রুদ্রতা ।
জয় অমৃত তব, জয়...
ঘোর দুঃখে জাগিনু, ঘনঘোরা যামিনী
একেলা হায় রে — তোমার আশা হারায়ে ।।
ভোর হল নিশা, জাগে দশ দিশা—
আছি...
আজি কমলমুকুলদল খুলিল, দুলিল রে দুলিল—
মানসসরসে রসপুলকে পলকে পলকে ঢেউ তুলিল ।।
গগন মগন হল গন্ধে,...
আজ নাহি নাহি নিদ্রা আঁখিপাতে ।
তোমার ভবনতলে হেরি প্রদীপ জ্বলে,
দূরে বাহিরে তিমিরে আমি জাগি জোড়হাতে...
অমৃতের সাগরে
আমি যাব যাব রে,
তৃষ্ণা জ্বলিছে মোর প্রাণে ।।
কোথা পথ বলো হে
বলো, ব্যথার ব্যথী হে–
কোথা...
কী সুর বাজে আমার প্রাণে আমিই জানি, মনই জানে ।।
কিসের লাগি সদাই জাগি, কাহার কাছে কী ধন মাগি—
তাকাই...
ডাকে বার বার ডাকে,
শোনো রে, দুয়ারে দুয়ারে আঁধারে আলোকে ।।
কত সুখদুঃখশোকে
কত মরণে জীবনলোকে
ডাকে...
প্রথম আদি তব শক্তি—
আদি পরমোজ্জ্বল জ্যোতি তোমারি হে
গগনে গগনে ।।
তোমার আদি বাণী বহিছে তব...
আমি চঞ্চল হে , আমি সুদূরের পিয়াসি ।
দিন চলে যায় , আমি আনমনে
তারি আশা চেয়ে থাকি বাতায়নে—
ওগো,...
মহারাজ, একি সাজে এলে হৃদয়পুরমাঝে !
চরণতলে কোটি শশী সূর্য মরে লাজে ।।
গর্ব সব টুটিয়া মূর্ছি পড়ে...
উতল ধারায় বাদল ঝরে , বেলা যে যায় একা ঘরে ।।
সজল-হাওয়া বহে বেগে , পাগল নদী উঠে জেগে,
আকাশ ঘেরে...
দূরদেশী সেই রাখাল ছেলে
আমার বাটে বটের ছায়ায় সারা বেলা গেল খেলে ।।
গাইল কী গান সেই তা জানে , সুর বাজে...
দাঁড়িয়ে আছ তুমি আমার গানের ও পারে—
আমার সুরগুলি পায় চরণ, আমি পাই নে তোমারেে ।।
বাতাস বহে মরি...
এ পথ গেছে কোন্খানে গো কোনখানে—
তা কে জানে তা কে জানে কে জানে ।।
কোন পাহাড়ের পারে,...
সব কাজে হাত লাগাই মোরা সব কাজেই ।
বাধা বাঁধন নেই গো নেই ।।
দেখি খুঁজি বুঝি, কেবল ভাঙি গড়ি যুঝি,
মোরা...
সবারে করি আহ্বান —-
এসো উৎসুখচিত্ত, এসো আনন্দিত প্রাণ ।।
হৃদয় দেহো পাতি, হেথাকার দিবা...
গহন কুসুমকুঞ্জ-মাঝে মৃদুল মধুর বংশি বাজে,
বিসরি ত্রাস লোকলাজে সজনি, আও আও লো ।।
পিনহ চারু নীল...
বড়ো বেদনার মতো বেজেছ তুমি হে আমার প্রাণে,
মন যে কেমন করে মনে মনে তাহা মনই জানে ।।
তোমারে হৃদয়ে ক’রে...
ধ্বনিল আহ্বান মধুর গম্ভীর প্রভাত-অম্বর-মাঝে,
দিকে দিগন্তরে ভূবনমন্দিরে শান্তিসঙ্গীত বাজে ।।
হেরো...
কৃষ্ণকলি আমি তারেই বলি, কালো তারে বলে গাঁয়ের লোক ।
মেঘলা দিনে দেখেছিলেম মাঠে কালো মেয়ের কালো...
আজ ধানের ক্ষেতে রৌদ্রছায়ায় লুকোচুরি খেলা রে ভাই—
লুকোচুরি খেলা ।
নীল আকাশে কে ভাসালে সাদা মেঘের...
তুমি খুশি থাকো আমার পানে চেয়ে চেয়ে
তোমার আঙিনাতে বেড়াই যখন গেয়ে গেয়ে ।।
তোমার পরশ আমার মাঝে সুরে...
সজনি সজনি রাধিকা লো , দেখ অবহুঁ চাহিয়া
মৃদুলগমন শ্যাম আওয়ে মৃদুল গান গাহিয়া ।।
পিনহ ঝটিত কুসুমহার,...
কার মিলন চাও বিরহী—
তাঁহারে কোথা খুঁজিছ ভব-অরণ্যে
কুটিল জটিল গহনে শান্তিসুখহীন ওরে মন ।।
দেখো...
মহারাজ, একি সাজে এলে হৃদয়পুরমাঝে !
চরণতলে কোটি শশী সূর্য মরে লাজে ।।
গর্ব সব টুটিয়া মূর্ছি পড়ে লুটিয়া,
সকল...
সবারে করি আহ্বান—
এসো উৎসুকচিত্ত , এসো আনন্দিত প্রাণ ।।
হৃদয় দেহো পাতি, হেথাকার দিবারাতি
করুক...
আজ ধানের ক্ষেতে রৌদ্রছায়ায় লুকোচুরি খেলা রে ভাই–
লুকোচুরি খেলা ।
নীল আকাশে কে ভাসালে সাদা মেঘের...
মম চিত্তে নিতি নৃত্যে কে যে নাচে
তাতা থৈথৈ, তাতা থৈথৈ, তাতা থৈথৈ ।
তারি সঙ্গে কী মৃদঙ্গে সদা বাজে
তাতা...
আমার প্রাণের মানুষ আছে প্রাণে,
তাই হেরি তায় সকল খানে ।।
আছে সে নয়নতারায়...
ভোর হল বিভাবরী,পথ হল অবসান—
শুন ওই লোকে লোকে উঠে আলোকেরই গান ।।
ধন্য হলি ওরে পান্থ রজনীজাগরক্লান্ত,
ধন্য...
সুন্দর বটে তব অঙ্গদখানি তারায় তারায় খচিত—
স্বর্ণে রত্নে শোভন লোভন জানি, বর্ণে বর্ণে রচিত ।।
খড়গ...
প্রভু,বলো বলো কবে
তোমার পথের ধুলার রঙে রঙে আঁচল রঙিন হবে ।।
তোমার বনের রাঙা ধুলি ফুটায় পূজার কুসুমগুলি,
সেই...
শিউলি ফুল,শিউলি ফুল, কেমন ভুল, এমন ভুল ।।
রাতের বায় কোন্ মায়ায় আনিল হায় বনছায়ায়,
ভোরবেলায় বারে বারেই...
ক্ষত যত ক্ষতি যত মিছে হতে মিছে,
নিমেষের কুশাঙ্কুর পড়ে রবে নীচে ।।
কী হল না, কী পেলে না, কে তব শোধে...
সেই ভালো সেই ভলো, আমারে নাহয় না জানো ।
দূরে গিয়ে নয় দুঃখ দেবে, কাছে কেন লাজে লাজানো ।।
মোর বসন্তে...
তাল -দাদরা
তুমি নির্মল কর মঙ্গল করে মলিন মর্ম মুছায়ে ;
তব পুণ্য কিরণ দিয়ে যাক মোর মোহ কালিমা ঘুচায়ে...
[নাটকের গান-মিশ্র কেদার/দাদরা তাল ]
ধন-ধান্য পুষ্প ভরা আমাদের এই বসুন্ধরা
তাহার মাঝে আছে দেশ...
হও ধরমেতে ধীর হও করমেতে বীর,
হও উন্নত শির নাহি ভয় ।
ভুলি ভেদাভেদ জ্ঞান হও সবে আগুয়ান,...
TAL: Dadra//Prokriti PorjaayAashar kotha hote Aaj peli chhara.Matther sheshe shyamal beshe khanek Dara||
Joydhwaja...
প্রকৃতি পর্যায়// কাহার্বা তাল
স্থায়ীঃবাদল -বাউল বাজায় রে একতারা-সারা বেলা ধ’রে ঝরোঝরো ঝরো ধারা।।
অন্তরাঃজামের...
খরবায়ু বয় বেগে- রবীন্দ্র সংগীত/ বিচিত্র পর্যায়/ কাহারবা তাল:
খরবায়ু বয় বেগে, চারিদিক ছায় মেঘে,ওগো...
Tal-ferta: Kaharba & Dadra
Kaharba:
{Kalojam re bhai}
Aam ki tomar bhaira bhai|
{Lau...
Taal: Kaharba
{Talomal talomal tole saroshi}|
{Jal nite ele ele ele ke go shoroshi}| (Tale...
TAAL: Kaharba
{Head-mastarer chhori second-mastarer dari|
Third- mastarer teri kare dekhi...
Tal-ferta: Dadra and kaharba
Dadra;
Oke cholichhe bonopathe eka
Nupuro paye rono-jhono...
Taal: Kaharba
P m P mPDPGS SRG M P d P
{Khelichhe jalo-devi ...
TAAL: DADRA
G- S R G – P M G
{ Kheli aay | putul khela” |...
Halud halud pakhi
Halud makhe gaay
Esho pakhi bosho moder
Sheetal bonochhaay //
Phal...
English Version: [ Taal : Kaharba ]
{ Machhranga pakhi re
Machh khabi naki re }
{Khabi...
Taal : Dadra,3/3 chhando
Gaan jurechhe hutum pencha
Moyna bajay kashi
Tiya bajay...
Nittyo Tomar Je Phul Phote : Puja Porjaay / Ektaal:12 Matra , 3/3/3/3 Chhando
Sthayi:
o...
তুমি আমাদের পিতা ,
তোমায় পিতা ব’লে যেন জানি,
তোমায় নত হয়ে যেন মানি,
তুমি কোরো না...
Song with notation : Ek ekkey ek
S S S
Ek ekkey| ek
S S S
Baba...
Nazrulgeeti// Nrittyo-Sambalito//Kaharba Taal// 8 Matra, 4/4 Chhando Lyrics with Notation:
+ ...
Taal ; Dadra ; 8 Beats 3/3 Chhando
MD PD MP MGAmi jodi ...
Taal-Ferta : Kaharba & Dadra TaalLyrics with notation :Kaharba:SR +n. ...
আমি যদি বাবা হতুমবাবা হতো খোকা ।। নাহলে তার নামতা পড়ামারতাম মাথায় টোকা।।
রোজ যদি হতো রবিবারকি...